নিজস্ব প্রতিবেদক : বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর জম্ম বার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছর ৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়। অন্যান্য বছরের ন্যায় এবারও সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট যথাযোগ্য মর্যাদায় রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর ১৯৩ তম জম্ম দিবসটি পালন করছে। দিবসটির শুরুতেই সকাল ১০ টাার সময় অফিস প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব রইছ উদ্দিন আহমেদ এডভোকেট। রেড ক্রিসেন্ট এর পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ ইউনিটের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মতিউর রহমান পীর,এডভোকেট।
এই সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিটের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ এমদাদুল হক শাহজাহান, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার,সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু,আব্দুস সালাম,মাছুম আহমেদ,শাহজাহান আলম সিদ্দিকী,সুমন আহমেদ,আবু জাকের প্রিন্স, যুব প্রধান ফারজানা আক্তার ঝর্ণা, উপ-যুবপ্রধান ১ সালেহ আহমদ রিয়াদ, উপ-যুবপ্রধান ২ প্রিয়াস শ্যাম প্রিতম, অন্যান্য যুব সদস্য বন্যা,স্বর্ণা, নাহিদ, দ্বিপ্ত, ময়ূরী, বৃষ্টি, রেহেনা, অনিক প্রমুখ। প্রতিদিনের মতো উক্ত দিবসেও বিকাল ৫ টার সময় শহরের বিভিন্ন স্থানে নিজেদের তৈরী খাবার (ইফতার) বিতরন করা হয়।
সংবাদ টি পড়া হয়েছে :
৯২ বার