রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের সম্পৃক্ততা চায় বাংলাদেশ
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও সম্পৃক্ততা চায় বাংলাদেশ। এই লক্ষ্যে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের বাংলাদেশ ও মিয়ানমার সফরকে স্বাগত জানায় বাংলাদেশ। কারণ এর ফলে মাঠ-পর্যায়ে রোহিঙ্গা সংকটের বিষয়টি আরও ভালোভাবে অনুধাবন করতে সক্ষম হবে পৃথিবীর বড় শক্তিগুলো। এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা পরিষদ বিভিন্ন সূত্র থেকে রোহিঙ্গা বিষয়ে তথ্য পেয়ে থাকে। এই সফরের মধ্যে দিয়ে তারা এর প্রকৃত চিত্র সম্পর্কে আরও ভালো ধারণা পাবে।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল আগামী ২৯ ও ৩০ এপ্রিল বাংলাদেশ সফর করবে। এখান থেকে তারা মিয়ানমারে যাবেন। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি, প্রতিনিধি দল ফেরত যেয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা করে একটি রেজ্যুলেশন গ্রহণ করবে।’ প্রতিনিধি দল কী বিষয়ে বেশি জানতে আগ্রহী, জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি, তারা যৌন নির্যাতন, আগামী বর্ষা মৌসুমে রোহিঙ্গারা কীভাবে মোকাবিলা করবে, এসব বিষয় তারা জানতে চায়।’ প্রতিনিধি দলে কারা থাকতে পারে, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘১৫টি সদস্য দেশের স্থায়ী প্রতিনিধিরা যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আশা করছি তারা সবাই যাবেন।’
প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশ পালিয়ে আসতে থাকলে বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হয়। নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা বিষয়টি একাধিকবার আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এরমধ্যে প্রায় সাত লাখ রোহিঙ্গা গত বছরের ২৫ আগস্টের পর বাংলাদেশে পালিয়ে এসেছে।