মারুফ খান মুন্না :: কমিটি নিয়ে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি। বিতর্কে টুইটুম্বর যেনো সিলেট ছাত্রদল। বিতর্ক থেকে আড়াল হতে চাইলেও বিতর্ক ঠিকই যেনো খুঁজে নেয় ছাত্রদলকে। সিলেট ছাত্রদল সুত্রে জানা গেছে,২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাঈদ আহমদ সভাপতি ও রাহাত চৌধুরী মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের সিলেট জেলা ছাত্রদল ও নুরুল আলম সিদ্দিকী খালেদ সভাপতি ও আবু সালেহ মো. লোকমানকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের সিলেট মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। অনেক বিতর্কের পর দীর্ঘ দুই বছর পরে ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বরে সিলেট জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

সম্প্রতি কেন্দ্র থেকে আকস্মিক এক ঘোষণায় বাতিল করা হয় সিলেট মহানগর ছাত্রদলের কমিটি। গত ৪ই এপ্রিল সাংগঠনিক স্থবিরতার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের  দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের উদ্ধৃতি দিয়ে সিলেট মহানগরের কমিটি বাতিল করা হয়।  জেলা ছাত্রদলেও রয়েছে অনেক বিতর্ক। জেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনেকেই বিএনপির মহানগর কিংবা জেলায় পদবী পাওয়ায় অনেকটা ঝিমিয়ে পড়েছে জেলা ছাত্রদলের ইউনিট। যেকোন সময় কেন্দ্র থেকে বাতিল করা হতে পারে বর্তমান কমিটি। আর তাই মহানগর কিংবা জেলার নতুন কমিটি পাওয়ার জন্য শুরু হয়েছে দিনক্ষণ গণনা। কে জানে কবে আসবে সে কমিটি।
সূত্র জানায় সাংগঠনিক কার্যক্রম এবং আন্দোলনের জন্য তরুণদের উপর ভরসা করছেন দলের নীতিনির্ধারকরা। এ কারণে সিলেট জেলা ও মহানগর পর্যায়ে বয়স্কদের বাদ দিয়ে ২০০০ সালে এসএসসি পাশ করা কর্মীদের দিয়ে জেলা ও মহানগর কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন।সিলেট জেলা ও মহানগর পর্যায়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ নির্ধারণ করা হচ্ছে। সহ-সভাপতি থেকে সম্পাদকীয় পদের জন্য ন্যূনতম এইচ এস সি পাশ নির্ধারণ করা হয়েছে। এই কমিটি যে কোন সময় যে কোন মুহুর্তে ঘোষনা করা হতে পারে।
ধারণা করা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে প্রায় ২ মাস সেখানে থাকবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় ছাত্রদল নতুন কমিটির বিষয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে সেখান থেকেই তালিকা নিয়ে দেশে ফিরে নতুন কমিটি ঘোষণা দিবেন খালেদা জিয়া। তবে তারেক রহমানের নির্দেশনায় শীঘ্রই সিলেটসহ কয়েকটি জেলা ও মহানগর ইউনিট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হতে পারে বলে ছাত্রদলের একটি বিশ্বস্ত সুত্রে জানা গেছে। এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ বলেন- ‘খুব শীঘ্রই সিলেট মহানগরের কমিটি ঘোষণা হতে পারে।ছাত্রদল আমাদের প্রেম। আমরা চাইনা আমাদের প্রেম সুবিধাভোগী আর নষ্ট রাজনীতিকদের পাল্লায় পড়ে ধ্বংস হোক। মহানগর শাখার আসন্ন কমিটিতে প্রকৃত নেতৃত্বকে সুযোগ দেওয়া হোক।’
জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল বলেন- ‘তরুণ নেতৃত্বের হাতে সিলেট ছাত্রদলকে তুলে দিলে সরকার বিরোধী আন্দোলন জোরদার করা সম্ভব হবে। আসন্ন কমিটিতে তিনি দলের ত্যাগী ও নির্যাতীত পরিক্ষিত নেতাদের মূল্যায়ন করার দাবি জানান।’সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবেল আহমদ জানান, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। হামলা মামলার শিকার হয়ে নির্যাতিত হয়েছি। তবুও আন্দোলন সংগ্রাম থেকে বিচ্ছিন্ন হইনি। দলের কেন্দ্রীয় কমান্ডের কাছে অনুরোধ দলের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের মূল্যায়ন করুন।’ লন্ডনে সিলেট ছাত্রদলের ভাগ্য ঝুললেও সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা বসে নেই। আগামী কমিটিতে স্থান পেতে লবিং-তদবির ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেক নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজন লন্ডনে তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করে লবিং করছেন বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn