শাবি ক্যাম্পাসে শিবিরকে নিষিদ্ধ ঘোষণা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে শাবি ছাত্রলীগ। সিলেট জালালাবাদ কলেজের ছাত্রলীগ কর্মী শাহিন আহমেদ ও আবুল কালাম আসিফের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ এ ঘোষণা দেয়। এ সময় শাবি ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, সিলেট জালালাবাদ কলেজের ছাত্রলীগ কর্মী শাহিন আহমেদ ও আবুল কালাম আসিফের উপর শিবির ক্যাডারদের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে শাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন -“আজ থেকে শাবি ক্যাম্পাসে শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, ওদের যেখানেই পাওয়া হবে সেখানেই প্রতিহত করা হবে, নৃশংস এই হামলার পাই টু পাই হিসাব তাদেরকে বুঝিয়ে দেবে ছাত্রলীগ।”
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আবি সাঈদ আকন্দ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইমরান খান, কেন্দ্রীয় সদস্য ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সহসভাপতি তারিকুল ইসলাম, মোস্তাকিম আহমেদ, কামরুল ইসলাম, মারুফ আহমেদ, আইনুল ইসলাম, তৌকির আহমেদ তালুকদার, আসিফ হোসেন রনিসহ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।