শিক্ষার মান কমেনি বরং উন্নত হয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান কমেনি বরং অনেক উন্নতি হয়েছে। আমাদের ছেলেমেয়েদের মান অনেক উন্নত হয়েছে। ইউনেস্কোসহ অনেক সংস্থা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শিক্ষার উন্নয়নে বাংলাদেশ রোল মডেল বলে স্বীকার করছে। তিনি বলেন, নতুন প্রজন্মকে জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। রোববার দুপুরে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে টি আর প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, কোন সরকারের আমলে বছরের প্রথম দিন বিনামূল্যে শিশুদের হাতে বই তুলে দেয়া হয়নি। আমরা বিনামূল্যে বই দেয়ার পাশাপাশি ল্যাপটপ ও প্রজেক্টরও বিতরণ করছি বিদ্যালয়গুলোতে। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ হিরণ প্রমুখ।