শেখ রাসেল একটি আবেগের নাম: মানিক
ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল একটি আবেগের নাম। ঘাতকের নির্মম বুলেট তার প্রাছ কেড়ে নিলেও বাঙ্গালীর হৃদয়ে শেখ রাসেল আজও অম্লান। বৃহস্পতিবার ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজারে শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি আরও বলেন‚ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম। এসময় এম.পি মানিক স্থানীয়দের দাবির প্রেক্ষিতে লাকেশ্বর বাজারে শেখ রাসেল স্মৃতি পরিষদের একটি কার্যালয় করার ঘোষণা দেন। এছাড়া ছৈলা আফজালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের বিবরণ তুলে ধরে এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। সংগঠনের সভাপতি মোস্তফা ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছানাউর রহমান তালুকদার ছানা‚ যুগ্ম আহবায়ক ছৈলা আফজালাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ‚ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন মিয়া‚ ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন মাস্টার‚ দোলার বাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া‚ আফজাল হুসেন‚ ছাতক উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন‚ সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ‚ ছৈলা আফজালাবাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী মেম্বার‚ সহ-সভাপতি খালেদ আহমদ।
বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাবু অতুল দেব‚ উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন মিয়া‚ বিমান ঘোষ‚ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন‚ রাফি আহমদ রিংকু‚ শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন‚ যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক হুছাইন আহমদ‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সুমন‚ মাহবুব আলম‚ আকরামুল‚ ছাদিক আহমদ‚ স্বপন দেবনাথ‚ শ্বশি দেবনাথ‚ আবদাল আহমদ‚ লায়েক আহমদ জুবায়ের আহমদ প্রমুখ।