অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, শোকের মাসে প্রতিবন্ধী ও দরিদ্র মানুষকে সহযোগিতা একটি মহৎ কাজ। আওয়ামীলীগ সরকার এমনিতেই সৎ কাজ করতে সব সময় আগ্রহী থাকে। দেশ এখন উন্নত দেশে পরিণত হচ্ছে। তাই আমাদেরকে উন্নত হতে হলে দেশ থেকে দরিদ্রতা দূর করতে হবে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন আজ ধাপে ধাপে পূরণ হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশকে বিশ^ দরবারে যে সুনাম ছড়িয়ে দিচ্ছেন তা অব্যাহত রাখতে সকলকে দেশের জন্য কাজ করতে হবে। তিনি ৫ আগস্ট শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও দরিদ্র মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী সাইফুল আজমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মখলিছুর রহমান, মাসুম আহমদ চৌধুরী, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, হাটখোলা ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, ডা. আরমান আহমদ শিপলু, আওয়ামীলীগ নেতা জাকির আহমদ, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম এ মালিক ইমন, হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মশাহিদ আলী সাবেক চেয়ারম্যন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খাদিম নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, টুকের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিরেশ দাস, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বদরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ সম্পাদক রুহুল তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, যুবলীগ নেতা ইকলাল আহমদ, জয়নাল আবদীন, জুয়েল, আনসার মেম্বার, আজাদুর রহমান সামাদ, শাহিন আহমদ, শাহাদত, সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn