সচ্ছতা বজায় রেখে কাজ করুন -জেলা প্রশাসক
সচ্ছতা বজায় রেখে কাজ করার জন্য প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সরকারী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে বাহাড়া ইউনিয়নের কান্দকলা শ্মশান ঘাটের ৪০ দিনের কর্মসূচীর প্রকল্পের কার্যক্রম দেখে ( পিআইও ) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খানকে লক্ষ্য করে এই বলেন তিনি।
এর আগে সকাল ১০ টায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপজেলার ২০ টি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। সকাল সাড়ে ১০ টায় নির্মাণাধীন ৪ তলা উপজেলা পরিষদ ভবন, ১ তলা সম্মেলন কক্ষের নির্মাণ কাজ এবং বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। দুপুর ১২ টায় উপজেলা সদরে অবস্থিত গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে বাহাড়া ইউপির কান্দকলা শ্মশান ঘাটে চলমান ৪০ দিনের কর্মসূচী ও দুপুর ২ টায় ভাটি বাংলা কলেজ পরিদর্শন শেষে কলেজ প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. মাছুম বিল্লাহ, সহকারী কমিশনার সাকিল আহম্মদ, ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বিধান চৌধুরী সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।