সমুদ্রের গর্জন শুনতে মন চায়০০০০
তাঞ্জিদা হোসেন রুবা(ফেসবুক স্টেটাস থেকে)
প্রবাসের জীবন যান্ত্রিক জীবন ,কাজের ব্যস্ততায় কখন নিজে ও যান্ত্রিক হয়ে যায়,বুঝে উঠতে পারিনা,মাঝে মাঝে ইচ্ছে হয় সমুদ্রের গর্জন শুনতে ঢেউয়ের খেলা দেখতে.জোসনা রাতে যখন নদীর বুকে চাঁদের রুপালী আভা দেখার যে এক অনুভুতি, বৃষ্টিসনাত বর্ষা বৃষ্টির যে প্রথম ছোয়া মৃত্তিকা থেকেএক ধরনের মিষ্টি খুশবু ছড়ায়,সেই সুবাস নিতে,শরৎ এর আকাশ যখন মেঘ মনে হয় আকাশে মুক্তা ছড়ায়,মনটা যেন সারাক্ষন পড়ে থাকে স্বদেশে ,দু দিন থেকে শরীরটা খারাপ বাবা ফোন দিয়ে বললেন এত কাজ কাজ করে কি লাভ,নিজের শরীরের যত্ন নাও,বললাম বাবা দেশে থাকলে না হয়ে চলে আসতাম আপনার বাসায়,মা মুখে তুলে খাওয়াতেন,আগে তো বাসায় অসুস্থ হলে বাসায় তুলকালাম কান্ড হত,এখন তো বাবা নিজে যত্ন নেয়াওটা নিজে শিখেছি,র দেশে না হয় কাজের লোক আছে এদেশে নিজের কাজ নিজের করতে হয় ,অসুখ কখন আসে কখন যায় বুঝিনা খুব একটা,বাবা মিষ্টি হাসি দিয়ে বলললেন মেয়ে আমার অনেক ম্যাচিউর হয়ে গেছে,বেশ ভালোই কথা বলা শিখেগেছে,মনে মনে আমি বলতে থাকি হায় রে প্রবাস জীবন………