ক্রিকেট মাঠে তিনি নিয়মিত মুখ। দেশের মাটিতে বাংলাদেশের খেলা থাকলে প্রায়ই মাঠে ছুটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন অস্ট্রেলিয়াকে হারানোর দিনেও। দেশের সরকার প্রধানকে বারবার পাশে পেয়ে উজ্জীবিত হয় দলও। সাকিব আল হাসান শোনালেন সেই অনুপ্রেরণার গল্প। বুধবার লাঞ্চের পর স্টেডিয়ামে আসা প্রধানমন্ত্রী পতাকা নাড়িয়ে করেন জয় উদযাপন। পরে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন আলাদা করে। চাপড়ে দেন সাকিবদের পিঠ, করেন উচ্ছ্বসিত প্রশংসা। সংবাদ সম্মেলনে সাকিব বললেন, দেশের প্রধানমন্ত্রীর এমন ক্রিকেট প্রেম দলের জন্য অনেক বড় অনুপ্রেরণা।“উনি সব সময় সাপোর্ট দেন, ক্রিকেট অনেক পছন্দ করেন। সেটাই দেখাতে এসেছিলেন। উনি বললেন, কালকেও আসতে চেয়েছিলেন, ব্যস্ততার কারণে আসতে পারেননি। শেষ মুহূর্তেও আসতে চেয়েছিলেন। পাপন ভাই বলেছেন যে আর দুই এক ওভার পেতে পারেন, তখন আর আসেননি।” “এমন সমর্থন সবসময় অনুপ্রেরণা জোগায় অবশ্যই। দলের ভালো করার জন্য এমন সাপোর্ট অনেক দরকার। প্রধানমন্ত্রী আসা মানে আমরা জানি যে আমাদের পেছন পুরো দেশই আছে।”শুধু মাঠে আসাই নয়, বিভিন্ন সময়ে ফোন করেও সাকিব-মুশফিক-মাশরাফিদের উৎসাহ দিয়ে আসছেন শেখ হাসিনা। মাঠে না আসতে পারলে বা দেশের বাইরে নানা সময়ে ফোন করে অনুপ্রেরণা জুগিয়েছেন ক্রিকেটারদের। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতে দেশবাসীকে ঈদের উপহার দিয়েছে টিম টাইগার। সাকিব আল হাসানের অল-রাউন্ড নৈপূণ্যে, তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিং আর মিরাজ-তাইজুলের ঘূর্ণির মায়াজালে বিধ্বস্ত হয়েছে স্মিথ বাহিনী। এমন আনন্দের উপলক্ষ যারা এনে দিয়েছেন সেই ক্রিকেটারদের জন্য ৬ কোটি টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খেলা শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে বের হওয়ার মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে ওঠার জন্য আইসিসির কাছ থেকে আমরা ৪ কোটি টাকা পেয়েছি। ওই টাকাটার সঙ্গে আজকে এই ম্যাচটা জেতার জন্য খেলোয়াড়দের ২ কোটি টাকা আমরা ঈদের আগেই, কালকের মধ্যে ভাগ করে দেব। ‘টেস্ট দলের বাইরে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও এই বোনাসের আওতায় রাখা হয়েছে। কারণ আইসিসির ওই ৪ কোটির অংশীদার হবেন ক্যাপ্টেন মাশরাফিও। বাকি ২ কোটি টাকা দেয়া হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ঢাকা টেস্টে অসাধারণ এই জয়ের জন্য। ক্রিকেটারদের পাশাপাশি গ্রাউন্সম্যান থেকে শুরু করে বোর্ডের সব কর্মকর্তার জন্যই ঈদের আগে বোনাস ঘোষণা করেছে বিসিবি। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই এই বোনাসের টাকা পেয়ে যাচ্ছেন সবাই।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn