সাহসিকতার জন্য পুলিশ প্রশংসাপত্র পেলেন জুনু মিয়া
লন্ডন: ডাকাত মোকাবেলায় সাহসি ভূমিকা রাখায় পুলিশ প্রশংসাপত্র পেলেন রেডহীল প্রবাসী শামসুজ্জামান জুনু। গত ৫ই জুন রেডহীলের একটি ব্যাংকে বেশ মোটা অংকের অর্থ জমা দিতে গেলে ডাকাতীর কবলে পড়েন জুনু। ডাকাতীর উদ্দেশ্যে এক ব্যক্তি এসময় গলায় ছুরি ধরে জুনু মিয়ার কাছে থাকা সব নগদ অর্থ দাবি করে। এসময় ব্যাংকে উপস্থিত অন্যান্যদেরও মাটিতে শুয়ে পড়তে নির্দেশ দিয়ে যার যার কাছে থাকা অর্থ তার কাছে হস্তান্তরের দাবি জানায় ডাকাত। জুনু মিয়া এবং রবার্ট ফুলার নামের আরেকজন এসময় তাৎক্ষনিক সাহসিকতার সাথে ঐ ব্যাক্তিকে রুখে দাড়ালে ডাকাতিতে সে ব্যর্থ হয়। এসময় ডাকাতের সাথে হাতাহাতির কারনে সামান্য আহত হন জুনু মিয়া।
শামসুজ্জামান জুনু
পরবর্তীতে পুলিশ কনস্টেবল ক্যালি ক্লিফটন ঐ ডাকাতকে গ্রেফতার করতে সমর্থ হন।জুনু মিয়া ও রবার্ট ফুলারের তাৎক্ষনিক সাহসিকতায় ব্যাংকে উপস্থিত সবাই কোন রকম আঘাত ছাড়া ঐদিন নিরাপদ থাকায় জুনু মিয়া, রবার্ট ফুলার ও পুলিশ কনস্টেবল ক্যালি ক্লিফটনের হাতে সম্প্রতি প্রশংসাপত্র তুলে দেন রেডহীলের চীফ পুলিশ কন্সটেবল। এসময় তিনি ব্যাংকে উপস্থিতদের জান-মাল রক্ষায় সাহসি ভূমিকা রাখায় তাদের ব্যাপক প্রশংসা করেন। উল্লেখ্য, শামসুজ্জামান জুনু অধুনালুপ্ত সাপ্তাহিক সিলেটের ডাক এর চেয়ারম্যান, রেডহীলের বিশিষ্ট ব্যবসায়ী রুচিতা তান্দুরীর স্বত্বাধিকারী সুরত মিয়া মাসুকের ছোটভাই। তাঁর দেশের বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাতিয়া গ্রামের বাসিন্দা।