সিম্ফনি ও আইটেলের সাথে কো-ব্র্যান্ডেড সাশ্রয়ী স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন
অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকাত আলী বলেন, ‘ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন লাইটের ক্ষেত্রে একদমই অভিনব সত্যিকারের ডিজিটাল স্মার্টফোন আইটেল আইটি১৪০৯।’ তিনি সাশ্রয়ী কিন্তু উচ্চ মানসম্পন্ন স্মার্টফোনটির অত্যাধুনিক ফিচারের ওপর আলোকপাত করেন। ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসরের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০। ফোনটিতে রয়েছে চার ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে, পেছনে ২ মেগাপিক্সেল এবং সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। ৮ জিবি রমের ফোনটিতে ইন্টার্নাল মেমোরি ৫১২ মেগাবাইট আর দীর্ঘক্ষণ চার্জের জন্য রয়েছে ১৫০০ এমএএইচ ব্যাটারি। মাত্র ৩ হাজার ১০০ টাকা মূল্যের ফোনটি পাওয়া যাবে দু’টি আলাদা মেটালিক গোল্ড ও ডার্ক গ্রে কালারে। সিম্ফনি জি২০ স্মার্টফোনটিতে রয়েছে চার ইঞ্চি ডব্লিউভিজিএ স্ক্রিন, ১.৩ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রেসেসর, ৪ জিবি রম এবং ৫১২ মেগাবাইট র্যা ম। ফোনটির পেছেন রয়েছে ২ মেগাপিক্সেল ও সামনে রয়েছে ০.৩ মেগা পিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৬.০ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে ১৪০০ এমএএইচ ব্যাটারি। গ্রাহকদের জন্য ফোনটি কালো ও ডার্ক ব্লু কালারে পাওয়া যাবে। ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার ৯শ’ টাকা।
দু’টির যেকোন একটি ফোন কেনার সাথেই সাত দিনের মেয়াদসহ গ্রাহকরা পাবেন বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ও ১ জিবি ফেসবুক ইন্টারনেট। সাথে আরও থাকছে একটি আকর্ষণীয় বান্ডেল অফার। যে অফারের অধীনে গ্রাহকরা পাচ্ছেন সাত দিনের মেয়াদে ২৯ টাকায় ৫০ মিনিট এবং সাথে বিনামূল্যে সাত দিনের মেয়াদে ১ জিবি ইন্টারনেট। ৬ মাসে সর্বোচ্চ ১২ বার গ্রাহকরা এ অফারটি নিতে পারবেন। এছাড়াও, স্মার্টফোন দু’টি কেনার ক্ষেত্রে থাকছে ফোন নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ বছরের ওয়্যারেন্টি সুবিধা। এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইলের বিজনেস অপারেশন ডিরেক্টর মো. মাকসুদুর রহমান বলেন, ‘বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আমরা গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত। এ কো-ব্র্যান্ডিং প্রকল্পের অধীনে সিম্ফনি ও গ্রামীণফোন উভয় প্রতিষ্ঠানের গ্রাহকরাই লাভবান হবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রানসিশন বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক বলেন, ‘সম্ভাব্য স্মার্টফোন ব্যবহারকারীদের ক্রমবর্ধমান বৃদ্ধির জন্য বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময়। মানসম্পন্ন পণ্যের মাধ্যমে ভোক্তাদের প্রয়োজন মেটাতে আমরা কাজ করে যাচ্ছি। গ্রামীণফোনের সাথে এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে ডিজিটাল বিশ্বের সাথে যুক্ত করতে এবং কানেক্টিভিটির বাইরেও তাদের জন্য অনেক সুযোগ সৃষ্টিতে সক্ষম হব।’ স্মার্টফোন দু’টি সারাদেশজুড়ে জিপি সেলস পয়েন্ট এবং অনলাইনে জিপি শপে পাওয়া যাবে। বিস্তারিত জানতে গ্রাহকরা ভিজিট করতে পারেন: www.grameenphone.com