রাজন চন্দ-

সিলেটস্থ তাহিরপুর সমিতির উদ্যোগে তাহিরপুর উপজেলার অসহায় বন্যার্তদের মধ্যে ত্রান বিতরন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নের ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এ ত্রান  বিতরন করা হয়।উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী পশ্চিম হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  ত্রান বিতরন পুর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিলেটস্থ তাহিরপুর সমিতির সাধারন সম্পাদক রজত ভূষন সরকার এর পরিচালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্ঠা এবং ত্রান বিতরন  কমিটির আহবায়ক সিলেট  এমসি কলেজের  অধ্যাপক অরুন চন্দ্র পাল।সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল , বিশেষ অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার,তাহিরপুর সমিতির সাবেক সভাপতি শওকত হাসান নবাব, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু,সিনিয়র সহ-সভাপতি রেজাউল আলম তালুকদার,শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম তালুকদার ,সমিতির উপদেষ্ঠা আলহাজ¦ তারা মিয়া,আবুদল হাই মাষ্টার,যুগ্ম-সাধারন সম্পাদক মোশারফ হোসেন শান্ত, সমিতির প্রতিষ্ঠাতা  সাধারন সম্পাদক কাসমির রেজা প্রমুখ।অপরদিকে শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান বিতরন পুর্বে সমিতির সভাপতি এড. মোহাম্মদ আলী হায়দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খাঁন, বিশেষ অথিতির বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn