সিলেটের ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড
সিলেটের ফেঞ্চুগঞ্জ ওয়াপদা বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডর ঘটনা ঘটেছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্পূব কচুয়াবহর এলাকার ১৩০/১৩২কেবি পাওয়ার ট্রান্সমিটার কেন্দ্রে আগুন লাগে। ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্র ( ওয়াপদা) ইনর্চাজ নিক্সন চ্রন্দ্র দাস জানান, সকালে পাওয়ার ট্রান্সমিটারে ধোয়ার কুন্ডলী দেখে কতৃপক্ষকে জানানো হয়। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশন, সার কারখানা ফায়ার স্টেশন র্দীঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সিলেট ফায়ার স্টেশন এসে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ভিতরে ধোয়ার কুন্ডলী দেখা যাচ্ছে। তিনি অনুমান করছেন, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে। আগুনে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। নিরাপত্তার জন্য এখনও ফায়ার সার্ভিস ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এলাকায় অবস্থান করছে এবং জন সাধারণের চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়েছে।