সিলেটে রবিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
আবারো অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেটের পরিবহন শ্রমিকরা। পাঁচ দফা দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে তারা। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্মঘটে বাসসহ সব ধরণের পরিবহন বন্ধ থাকবে। এদিকে ধর্মঘটের প্রচারণায় শনিবার দিনভর সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করে শ্রমিকরা। পাঁচ দফা দাবিসমূহ হচ্ছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতি’র ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল করা, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করা। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, গত মহান মে দিবসের কর্মসূচিতে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা তাদের মিছিলে অনুপ্রবেশ করে অটোরিকশা ভাংচুর চালায়। এরপর এ ঘটনায় থানায় উল্টো তাদের অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।