সিলেট ছাড়লেন আরো ২৭৫ ব্রিটিশ নাগরিক
সিলেট :: আরো ২৭৫ ব্রিটিশ নাগরিক সিলেট ত্যাগ করেছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইটে তারা সিলেট ছাড়েন। জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ বিমানপথে যোগাযোগব্যবস্থা বন্ধ রেখেছে। এরকম পরিস্থিতিতে সিলেটে বেশ কিছু সংখ্যক ব্রিটিশ নাগরিক (যারা বাংলাদেশি বংশোদ্ভূত) আটকা পড়েছিলেন। বিশেষ চার্টার্ড ফ্লাইটে এসব নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ব্রিটিশ সরকার। এরই ধারাবাহিকতায় আজ বুধবার আরো ২৭৫ নাগরিককে দুটি অভ্যন্তরীণ চার্টার্ড ফ্লাইটে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা আরেকটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্যে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে দুটি ফ্লাইটে ওসমানী থেকে ২৭৫ ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন যুক্তরাজ্যে রওয়ানা হন। এরপর ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন, ১ মে ৬ষ্ঠ দফায় ১৪৪ জন, ৫ মে সপ্তম দফায় ১৫৩ জন এবং ৭ মে অষ্টম দফায় ১৪৪ জন ব্রিটিশ নাগরিক ফিরে যান। অবশ্য এসব যাত্রী সরাসরি যুক্তরাজ্যে যাননি। প্রথমে তাদেরকে বিমানযোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে দেশের অন্যান্য স্থানের যাত্রীদের নিয়ে যুক্তরাজ্যে যায় বিমান। সবমিলিয়ে গত ২১ এপ্রিল থেকে আজ বুধবার (২০ মে) পর্যন্ত ৯টি ফ্লাইটে ১৩৭৮ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।