সিলেট সিটি করর্পোরেশনের এলাকায় ভোটার তালিকা হালনাগাদের ডাটা এন্ট্রি রবিবার  থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। নগরীর আলিয়া মাদ্রাসা ও মদন মোহন কলেজে সিসিকের ১ ও ২ নং ওয়ার্ডের ভোটারদের ডাটা এন্ট্রির কাজ শুরুর মধ্য দিয়ে এ কার্যক্রম চলছে।সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, গত ২৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহকারীরা। আজ থেকে হালনাগাদের ডাটা এন্ট্রি কাজ শুরু হয়েছে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। প্রথম দফায় বাদ পড়াদের ২৪ অক্টোবর ও দ্বিতীয় দফায় বাদ পড়াদের ২৫ অক্টোবর এন্ট্রি করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn