সিলেট বিসিকের মান উন্নয়নে সার্বিক সহযোগিতা থাকবে:পরিকল্পনা মন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, সিলেট বিসিকের মান উন্নয়নে আমি আমার সার্বিক সহযোগিতা থাকবে এবং খাদ্যের মান উন্নয়ন ঠিক রেখে এই রকম ফারহীন ফ্লাওয়ার মিলের মতো যাতে আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে সেই আহবান জানাই তিনি। রবিরার সিলেট গোটাটিকর এলাকায় রনি এডিবল অয়েল এন্ড ফুড প্রডাক্টস্ এর অঙ্গ প্রতিষ্ঠান ফারহীন অটো ফ্লাওয়ার মিলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফারহীন অটোমিল এর সত্বাধীকার মো. ফজল করিমের সভাপতিত্বে ও এবিএম এনায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চোধূরী, এফবিসিসি আই এর পরিচালক খন্দকার সিপার আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেন ফারহীন অটো ফ্লাওয়ার মিলের পরিচালক রাকিবুল হাসান রনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর, নজরুল ইসলাম মুনিম, চট্রগ্রাম বিসিকের রিজিওনাল ডাইরেক্টর বাবুল চন্দ নাথ সিলেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আলীমুল এহসান চোধূরী, ব্যবসায়ী ফয়জুল করিম, সমাজ সেবক নাজিম উদ্দিন, ফারহীন অটো ফ্লাওয়ার এর ম্যানেজার সামসির হোসেন, অফিসিয়াল কর্মকর্তা ফেরদোস রহমান প্রমুখ।