জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিভিন্ন শাখার ক বিভাগে সুনামগঞ্জের চারজন শিশু শিক্ষার্থী বিজয়ী হয়েছে। সোমবার জাতীয় শিশু একাডেমীর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ও সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  সুনামগঞ্জের বিজয়ীরা হলেন, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী শেখ তাবাচ্ছুম, উচ্চ লাফে প্রথম সদর উপজেলার ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জাকিয়া নুপুর, উচ্চলাফে ২য় লালপুর সরকারি প্রাথমিক   বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র সজল মিয়া ও সাঁতারে ৩য় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছে শহরতলীর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মাহিম মিয়া । জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন সুনামগঞ্জের চার শিশু প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৯ মে জাতীয় শিশু একাডেমী মিলনায়তনে বিজয়ী শিশুদের হাতে পদক ও পুরস্কার তোলে দেবেন মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn