বার্তা ডেক্সঃঃ সুনামগঞ্জ পৌরসভা এলাকার গ্রাহকদের বিশুদ্ধ পানি সরবরাহে শহরের ময়নার পয়েন্ট এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে সার্ভিস ওটার ট্রিটমেন্ট প্লানের উদ্বোধন করা হয়েছে। সোমবার ভার্চুয়ালি  সার্ভিস ওটার ট্রিটমেন্ট প্লানের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।এই ট্রিটমেন্ট প্লানের আওতায় রয়েছে দেড় লক্ষ গ্যানেল ক্ষমতার ধারণকৃত ওভার হেড ট্যাঙ্ক,  ভাসমান ঝেঁটি,  ১৯ কিলোমিটার পাইপ লাইন। যার মাধ্যমে ২  হাজার নতুন গ্রাহকসহ সুনামগঞ্জ পৌরসভার ৭৫ ভাগ গ্রাহক পানি সেবার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পৌরসভার মেয়র নাদের বখত। সুনামগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বৃহৎ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে কেএনআরজেটি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ পৌরসভার যাবতীয় নাগরিক সেবার শতভাগ নিশ্চিতে বর্তমান সরকার যতেষ্ট আন্তরিক। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রত্যক্ষ সহযোগিতায় পৌরসভার বহুমূখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত  সার্ভিস ওটার ট্রিটমেন্ট প্লানের মাধ্যমে পৌরসভার ৭৫ ভাগ গ্রাহককে পানি সেবা প্রদান করা হবে। পৌরসভার  মল্লিকপুর এলাকায় আরেকটি  ওটার ট্রিটমেন্ট প্লান নির্মাণে পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে পৌরসভার শতভাগ নাগরিকদের পানি সেবা প্রদান করা যাবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, ঠিকাদারী প্রতিষ্ঠানের কেএনআরজেটির পরিচালক আবুল বাশার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,  প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলার আহমদ নূর,  ফয়জননূর,  গোলাম সাবেরীন সাবু, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn