সুনামগঞ্জে জাল টাকা ও প্রিন্টার সহ মাদ্রাসা ছাত্র আটক
সুনামগঞ্জে জাল টাকা ও টাকা তৈরির কম্পিউটার প্রিন্টারসহ বরকত আলী (১৭) নামের মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ. রোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার মঙ্গলকাটা বাজার থেকে একই নাম্বারের ৫০ টাকার ১১টি জাল নোট ও কম্পিউটার প্রিন্টারসহ পুলিশ তাকে আটক করে। আটককৃত বরকত আলী মিরেরচর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ও মঙ্গলকাটা গ্রামের ফজলু মিয়ার ছেলে। মঙ্গলকাটা বাজারে তাদের একটি কম্পিউটার প্রিন্টের দোকান রয়েছে। স্থানীয় জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মোকছুদ আলী বলেন, ‘আটককৃত বরকত আলী জাল টাকা তৈরির বিষয়টি সবার উপস্থিতিতে স্বীকার করেছে। সে জানিয়েছে এই প্রথম ১১টি নোট তৈরি করেছে। শুনেছি সে নাকি ছাত্র, তবে কোন শ্রেণির তা জানি না। পুলিশ টাকা তৈরির একটি কম্পিউটার প্রিন্টার ও তাকে আটক করে নিয়ে গেছে।’ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন বলেন, ‘বরকত আলী তার কম্পিউটার প্রিন্টার দিয়েই ৫০ টাকার জাল নোট তৈরি করে জিনিসপত্র কেনা শুরু করে। ব্যবসায়ীরা বিষয়টি আমাকে জানালে বরকত আলী আর করবে না বলে মাফ চায়। আমরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটক করেছে এবং তার প্রিন্টার জব্দ করেছে।’ সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, ‘জাল টাকা ও টাকা তৈরির কম্পিউটার প্রিন্টারসহ বরকত আলী নামের একজনকে আটক করা হয়েছে। সে জাল টাকার তৈরির বিষয়টি স্বীকার করেছে। তার কম্পিউটার ও প্রিন্টারটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’