সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে এফবিসিসিআই এর ত্রান বিতরণ
একে কুদরত পাশা-সুনামগঞ্জে বন্যাতৃদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। বুধবার দুপুর ২টায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফ বিসিসিআই) এর আয়োজনে ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারাং ইউনিয়নের লালপুর বাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক অসহায় ও গরীর ভানবাসী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সুনামগঞ্জ চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহামদ, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাকিন আশরাফ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী, এফবিসিসিআই এর পরিচালক সজীব রঞ্জন দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, তাহিরপুর কয়লা আমাদনী কারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, গৌরারং ইউপি চেয়ারম্যান মোঃ ফুল মিয়া প্রমূখ।