বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সভায় বক্তারা বলেছেন,মানবাধিকার সংগঠণকে ব্যক্তি বিশেষের স্বার্থে নয় মানবতার স্বার্থে পরিচালনা করতে হবে। সোমবার রাতে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাতির জনকের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শাকিল মুরাদ আফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাচিত সদস্যা সেলিনা আবেদীন,জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মোঃ ফজলুল হক,সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ছিদ্দিকা,এডভোকেট মোহাম্মদ আবুল আশরাফ,সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী সামু,সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আনোয়ারুল হক,জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হেলিনা আক্তার,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, প্রচার সম্পাদক সাংবাদিক রাজু আহমেদ রমজান, সহ-প্রচার সম্পাদক দিলাল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা বেগম, দপ্তর সম্পাদক লিপন বৈদ্য,নির্বাহী সদস্য আছিয়া বেগম,জয়নাল আবেদীন,মোঃ জমির উদ্দিন,মোঃ হান্নান মিয়া ও মোঃ শহীদুল ইসলাম এবং সদর উপজেলা কমিটির অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট মফচ্ছি^র মিয়াকে আহবায়ক করে গত ২৫ জুলাই তারিখের গঠিত আহবায়ক কমিটি এবং এ কমিটির নামে গত ৫ আগষ্ট ৪০ সদস্য বিশিষ্ট যে অবৈধ কার্যকরী কমিটি পত্র পত্রিকায় প্রদান করা হয়েছে তা বাতিল ঘোষনা করা হয়। সভায় দাবী করা হয় বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা কমিটির মেয়াদ এখনও বহাল রয়েছে এবং ঐ কমিটি সক্রিয় আছে। তাছাড়া কেন্দ্রীয় কমিটি এখন পর্যন্ত নতুন কমিটির কোন অনুমোদন দেয়নি। এমনকি জেলা কমিটি কর্তৃক এ কমিটি অনুমোদনের জন্য বিবেচিত হয়নি। সভা শেষে জেলা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধার কন্যা ফেরদৌসী সিদ্দিকাকে আহবায়ক ও জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলালকে সদস্য-সচিব করে পরবর্তী জেলা কমিটি গঠনের লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়। পরে জেলা কমিটির উপদেষ্টা ও রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন এডভোকেট মফচ্ছির মিয়ার সুস্থতা কামনা করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn