সুনামগঞ্জে মোবাইল কোর্ট এর অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
কাজী জমিরুল ইসলাম মমতাজ-
আজ সারা বাংলাদেশে একযোগে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর নির্দেশনায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর আলোকে, মঙ্গলবার দুপুর ১২,টায় সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ওয়েজখালীস্থ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমির আলী-কে ১ হাজার টাকা, জাহিদ হাসান-কে ১ হাজার টাকা, আজিজুল হক-কে ২ হাজার ৫ শত টাকা, ছাব্বির আহমদ-কে ২ হাজার টাকা, আয়না মিয়া-কে ১ হাজার টাকা, আল আমিন-কে ১ হাজার টাকা, নতুন বাস টার্মিনালের দুইটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী তন্ময় দেব-কে ১হাজার টাকা, দোলাল আহমদ-কে ৫ শত টাকা, এছাড়াও সতর্কতামূলক সাইন না থাকায় পুরাতন বাস টার্মিনালে অবস্থিত দুইটি ব্যবসা প্রতিষ্ঠান যথাক্রমে শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার আলাল মিয়া-কে ৫ শত টাকা, সৌদিয়া বাস কাউন্টারের ম্যানেজার রাসেল-কে ৫ শত টাকা সর্বমোট ১১ (এগার) হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জনাব মোঃ শাকিল আহমেদ এর নেতৃত্বে, সিভিল সার্জন কার্যালয়, সুনামগঞ্জ এর সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার ও প্রসিকিউশন কর্মকর্তা জনাব মোঃ ওমর ফারুক এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মিজানুল হক সরকার সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রসিকিউশন কর্মকর্তা ও আরডিএসএর নির্বাহী পরিচালক প্রতিটি দোকানীকে ও উপস্থিত ব্যক্তিবর্গকে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারে ক্ষতিকর দিক সমূহ সহ গণসচেতনতা তৈরীর উপর কথা বলেন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট জরিমানা প্রদানকারী ব্যক্তিদের আইনী বিধিবিধান অনুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।