সুনামগঞ্জে র্যাবের পৃথক অভিযানে আটক ৩, মাদকদ্রব্য উদ্ধার
সুনামগঞ্জ :: সুনামগঞ্জের দুটি উপজেলায় র্যাব-৯ এর পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্যসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)-এর (সুনামগঞ্জ ক্যাম্পের) একটি দল তাহিরপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা মো. জামাল (২৮)-কে আটক করে। জামালের বাড়ি তাহিরপুরের লাউড়েরগড় গ্রামে। জব্দকৃত গাঁজাসহ পরে জামালকে তাহিরপুর থানায় হস্তান্তর করেছে র্যাব। অপরদিকে, গতকাল দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)-এর (সুনামগঞ্জ ক্যাম্পের) একটি দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৫ হাজার ২ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকবিক্রেতাকে আটক করে। তারা হচ্ছে- বিশ্বম্ভরপুর থানার ধনপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. নূরুজ্জামান (২৪) ও হালাবাদি গ্রামের সানু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (২৪)। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ পরে তাদেরকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।