একে কুদরত পাশা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত সদস্য সংগ্রহ ও সদস্যপদ নাবায়ন কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কর্মসূচির উদ্বোধন করার কথা ছিলো। কিন্তু পুলিশ বাঁধার কারণে তা হয়নি। পুলিশি বাঁধার প্রতিবাদে শনিবার দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধরণ সম্পাদক নূরুল ইসলাম নুরুলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের সামনে উপস্থান করেন সাধরণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি সারা দেশ ব্যাপী বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের কার্যক্রম চলছে। এই শান্তিপূর্ন কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর সদস্য সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলায় সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার তারিখ ছিলো। তারই নিরিখে পরাশ উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে উপস্তিত থাকার জন্য আমরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৪৫টি কর্মী সভার মাধ্যমে দাওয়াত দিয়েছি। প্রশাসনকে ও লিখিতভাবে জানিয়েছি। কিন্তু সরকার পুলিশের মাধ্যমে আমাদের অনুষ্ঠান করতে দিচ্ছে না। পুলিশ আমাদের প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে। আমরা মনে করি আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে সরকার তার ফ্যাসিবাদি চরিত্রের স্বরূপ আবারও উন্মোচন করলো। এ আচরণ অবশ্যই ফ্যাসিবাদি চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। সরকারের এই আচরণে আমরা ক্ষুব্দ এবং এর তব্রি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন প্রমূখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn