সুনামগঞ্জ জেলা বিএনিপর কমিটি হয়েছে টেমসের পাড়ের নেতার ইশারায়
একে কুদরত পাশা-
নবগঠিত সুনামগঞ্জ জেলা বিএনপি’র ৫১ সদস্যের কমিটিতে সংগঠনের জগন্নাথপুর উপজেলার জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সকলেই বাদ পড়েছেন। এনেিয় ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে। কমিটিতে বাদ পড়া সজগন্নাথপুরের ৪ সাবেক সহ ভাপতি’র একজন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র আক্তার হোসেন। তিনি বলেন, ‘কমিটি উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা তৃণমূলে বিএনপি করি, এর আগেও ফজলুল হক আছপিয়া ও কলিম উদ্দিন আহমদ মিলনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করে কমিটি এবং পরবর্তীতে নাছির উদ্দিন চৌধুরী ও কলিম উদ্দিন আহমদ মিলনকে দায়িত্ব দিয়ে করা আহ্বায়ক কমিটি দলকে ঐক্যবদ্ধ করতে পারেনি। আমরা অপেক্ষায় থাকবো, দলকে নতুন কমিটি কতটুকু ঐক্যবদ্ধ করতে পারেন তা দেখার জন্য। দলকে মহল্লায় নয়, জেলাজুড়ে সংগঠিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘কমিটিতে যুক্তরাজ্যের টেমসের পাড়ে থাকা এক নেতার মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাঁর ছোট ভাই জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অবশ্য জেলা কমিটিতে আছেন।’ এই উপজেলার একজন বিএনপি নেতা যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর আহমদকে ইঙ্গিত করে আরেক নেতা বলেন, ‘কমিটি হয়েছে তার মতামতকে প্রাধান্য দিয়ে। জগন্নাথপুরে যারা দীর্ঘদিন ধরে বিএনপি করে তাদের মূল্যায়ন করা হয়নি।’