সুরঞ্জিত সেন স্মরণে সিলেট-দিরাই শোকর্যালি
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত এমপি জননেতা সুরঞ্জিত সেন গুপ্ত’ স্মরণে সিলেট-দিরাই বিরাট শোক র্যালি করেছে আওয়ামী লীগ। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকালে সিলেট থেকে দীর্ঘ সড়কপথের এ শোকর্যালি করেন। নেতাকর্মীরা সকাল ১০টায় সিলেট নগরীর আম্বরখানায় এসে প্রথমে প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী বর্তমান সাংসদ প্রার্থী জয়া সেন গুপ্তকে বরণ করেন। পরে সেখান থেকে শুরু হয় দিরাইগামী বিশাল শোকর্যালি। প্রায় ৭০টি গাড়ি বহরের এ শোকর্যালিতে নেতৃত্ব দেন প্রয়াত নেতার স্ত্রী জয়া সেন গুপ্ত, সুনামগঞ্জ-৫আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার ইমন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সানাউর রহমান ছানা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের রশিদ আহমদ, ছাতক ছাত্রলীগের মঞ্জুর আহমদ প্রমুখ।
সকাল ১১টায় শোকর্যালি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ ব্রীজে পৌছলে সেখানকার অপেক্ষমান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। সেখানে ১০মিনিট বিরতি শেষে বিশাল বহরের শোকর্যালি দীর্ঘ সড়কপথ অতিক্রম করে বেলা ২টায় দিরাইয়ে প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের বাড়িতে পৌছে।