বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার বলেছেন- নিজের জন্য নয়, মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করতে হবে। আদর্শ আর আত্মত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করলেই কেবল মানুষকে কিছু দেয়া যায়। মানুষও সেই নেতৃত্বকে দীর্ঘদিন মনে রাখে। এজন্য সেবার ব্রত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের রাজনীতি করতে হবে। সোমবার বিকেলে ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজাপুুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশীদ আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন- স্বেচ্ছাসেবকলীগ বর্তমান সময়ে সারা বাংলাদেশে বিস্ময় সৃষ্টি করেছে।
সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবকলীগ এখন মূল সংগঠন আওয়ামী লীগের প্রাণশক্তি উল্লেখ করে এমপি মানিক বলেন- এই ছাতকে নির্বাচনে ভোটের ঘরে যারা ধান পাতা আর পান পাতার গান গায়, তারাই শেখ হাসিনার ভালবাসার সংগঠন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছিলো। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হোসেন সাচ্চু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মানিক লাল ঘোষ, কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, এডভোকেট কামাল উদ্দিন আহমদ, এডভোকেট বেলাল উদ্দিন, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আফছর আজিজ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর আপ্তাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. আহবাব মিয়া প্রমুখ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমদ সেবুল ও গীতা পাঠ করেন পরিমল দেবনাথ।
সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তরের সকল শহীদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক রেলপথ মন্ত্রী বাবু সুরঞ্জিত সেন গুপ্ত ও ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান সরকুম‚ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আমৃত্যু সভাপতি রমা দাশ ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল আহমদ স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনের পূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগদান করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn