নগরীর সোবহানীঘাটে সন্ত্রাসী হামলায় দুই ছাত্রলীগ কর্মী আহতের জেরে কলেজ ও  হাসপাতাল ভাঙচুর করেছে একদল যুবক। এসময় হাসপাতালের সামনে থাকা একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ঠ ১১-৮৩৪৮), একটি সিএনজি অটোরিকশা (সিলেট থ ১১-৩০৫১) ভাংচুর করে তারা।সোবহানীঘাট- উপশহর সড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে ভাংচুরকারীরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে  জালালাবাদ কলেজ এবং সিলেট শিশু ক্লিনিক ও জেনারেল হাসপাতালে এ ভাংচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে একদল যুবক লাঠি-শোটা নিয়ে জালালাবাদ কলেজ এবং সিলেট মা ও শিশু হাসপাতালে ভাংচুর চালায়। এসময় হাসপাতালের রিসিপশনসহ কলেজের ভেতরে থাকা কিছু আসবাপত্র ভাংচুর করে। পরে সোবহানীঘাট- উপশহর সড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে ভাংচুরকারীরা। এসময়  সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভাংচুরকারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা অবরোধ তুলে সেখান থেকে চলে যায়।
সোমবার দুপুরে জালালাবাদ কলেজের সামনে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পুলিশের ধারণা- এর জের ধরেই রাতে কলেজ ও হাসপাতালে ভাংচুর চালিয়েছে। যদিও হামলার  ঘটনায় শিবিরকে দায়ি করে বিক্ষোভ করে ছাত্রলীগ। তবে- এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে শিবির। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘একদল যুবক হাসপাতাল এবং কলেজে ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn