স্ত্রীর থেকে মুক্তি পেতে মোবাইলের টাওয়ারে উঠলেন স্বামী
বার্তা ডেস্ক: মোবাইল টাওয়ারে উঠা খুব সহজ কোনোও কাজ নয়। কিন্তু কেউ কেউ আবার দৈনন্দিন জীবনের ঝামেলা থেকে মুক্তি পেতে এই টাওয়ারের উঠে পড়ছেন। যেমনটি করেছেন ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক ব্যক্তি। তেজপাল সিং নামের ওই ব্যক্তি সম্প্রতি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্থানীয় এক মোবাইলের টাওয়ারে চড়ে বসেন। খবর ইন্ডিয়া টিভির পরে অবশ্য পুলিশ অনেক বুঝিয়ে তাকে সেখান থেকে নামতে বাধ্য করে। প্রকাশিত ওই খবর অনুযায়ী, তেজলাল জানিয়েছেন, নিজের স্ত্রীর ওপর তিনি এতটাই বিরক্ত যে তার সঙ্গে আর সংসার করতে চান না। তার কাছ থেকে মুক্তি পেতে চান। তেজলাল আরও জানান, স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যা সব অভিযোগ এনেছে। এদিকে পুলিশও তার কথা শুনতে চাইছে না। তাই বাধ্য হয়ে তিনি মোবাইল টাওয়ারে উঠেন। পুলিশের তদন্তে জানা গেছে, তেজলাল ও তার স্ত্রীর এটা দ্বিতীয় বিয়ে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার দিনও ওই দম্পতির মধ্যে কোনও একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। তারপর তেজলাল মোবাইলের টাওয়ারে গিয়ে উঠেন। এদিকে, তেজপাল নিচে নামছেন না দেখে শেষ পর্যন্ত পুলিশে খবর দেয় স্থানীয়রা। দীর্ঘক্ষণ বোঝানোও হয় তাকে। এরপরই তিনি টাওয়ার থেকে নেমে আসেন।-বাংলা