স্ত্রী-সন্তানকে নিয়ে ফ্রান্স-সুইজারল্যান্ডে অবকাশ যাপনে সাকিব
সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছেন টাইগাররা। বাংলাদেশের পরের খেলা ২ জুলাই, ভারতের বিপক্ষে। সপ্তাহখানেক বিরতি পেয়েছেন ক্রিকেটাররা। এই সময়টায় কেউ কেউ ঘুরে বেড়াবেন, কেউ পরিবারকে সময় দেবেন। তবে স্ত্রী-সন্তানকে নিয়ে অবকাশযাপনে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফ্রান্স ও সুইজারল্যান্ডের উদ্দেশে তার আজই রওনা হওয়ার কথা। এবারের বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরম্যান্স করে চলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৪৬৭ রান করে সর্বোচ্চ স্কোরার। আর বল হাতে নিয়েছেন ১০ উইকেট। এর মধ্যে ৫ উইকেট নিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে। এবারের বিশ্বকাপে ব্যাট-বলে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সেরা পারফরমার সাকিব, আসরেরও। টাইগাররা এবার যে তিন ম্যাচ জিতেছে, সেই তিন ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এমন পারফরম্যান্সের পর মনটাকে চাঙ্গা রাখতে অবকাশে যাচ্ছেন সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর হাতে সপ্তাহখানেকের মতো সময় পাচ্ছেন সাকিবরা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে বার্মিংহ্যামে পৌঁছেই জাতীয় দলের অন্য ক্রিকেটাররা যে যার মতো ঘুরতে বেরিয়ে যাবেন। পাঁচ দিনের ছুটিতে ক্রিকেটারদের বড় অংশ লন্ডনে কাটাবেন। সেখানে আত্মীয় ও পরিবার-পরিজনদের সঙ্গে সময় কাটাবেন তারা।তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাকিব যাচ্ছেন যুক্তরাজ্যের বাইরে। গতকাল খেলা শেষে সাউদাম্পটনে হোটেলে ফিরে সপরিবারে লন্ডন চলে গেছেন। সেখান থেকে আজ ফ্রান্স ও সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার। এ যাত্রায় তার সঙ্গী স্ত্রী শিশির ও মেয়ে অ্যালাইনা।