তসলিমা নাসরিনের-ফেসবুক থেকে সংগৃহীত-সাড়ে ৬ লাখের ওপর ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার লাইক কমেন্টস কিন্তু তেমন নেই। এক শুভাকাঙ্ক্ষী বললো আজ। আমি বললাম, নেই তো কী হয়েছে! ও বললো রাত ৮টা থেকে ১০টার মধ্যে লাইভে আসুন। আমি বললাম, লাইক কমেন্টস বাড়ানোর জন্য কিছু নিয়ম আছে বুঝি? লাইভে আসাও তার মধ্যে পড়ে? কিন্তু নিয়ম মানা আমার পক্ষে সম্ভব নয়। যখন কিছু লিখতে ইচ্ছে হয় ফেসবুকে, লিখি। মধ্যরাত, দুপুর, ভোর যে কোনও সময়। কোনও একটা নির্দিষ্ট সময়ে পোস্ট দিলে লাইক বেশি হয়, তাই বলে নির্দিষ্ট সময়ের জন্য বসে থাকবো বুঝি! যে আমার লেখা পড়তে চায়, সে পড়বে। খুঁজে হলেও পড়বে। কৌশল করে মানুষের চোখের সামনে লেখা ফেলবো, লেখা গেলাবো, এ আমার দ্বারা হবে না। লাইকের কাংগাল হলে ধর্মের গুণগান গাইতাম। তা তো করি না। নিয়ম মেনে চলার অভ্যেস কখনও ছিল না, এখনও নেই। এটা করলে মানুষের হাততালি জুটবে, ওটা করলে ভালো টাকাপয়সা আসবে — এইসব উপদেশ কোনওদিন শুনিনি। জীবনের এতটা অমসৃণ পথ পেরিয়ে এসে স্বাধীনতা এবং চরিত্র সবচেয়ে মূল্যবান আমার দুই সম্পদকে নষ্ট করার কোনও মানে হয় না।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn