ওয়েছ খছরু, সিলেট থেকে:

বৃষ্টি উপেক্ষা করে সিলেটের ওলিকুল শিরোমনি হজরত শাহজালাল (রহ.) উরসে ঢল নেমেছে ভক্ত ও আশেকানের। মাজার এলাকায় ভিড় আর ভিড়। এই ভিড় ঠেলে সকাল ৯টা থেকে শুরু হয় গিলাফ ছড়ানো পর্ব। প্রথমে দরগাহ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গিলাপ ছড়ান। এরই মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল বিকাল পর্যন্ত গিলাফ চড়ানো পর্ব চলে। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগ নেতারা গিলাফ চড়ান। মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন- এবার সিলেটে ৬৯৮তম উরস মোবারক পালন করা হচ্ছে। গিলাফ চড়ানোর পর কোরআন খানি, জিকির আজকার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে উরসের আনুষ্ঠানিকতা শেষ হবে। রোববার সকালে শিরনি বিতরণ করা হবে। উরস উপলক্ষে শুক্রবার সকাল থেকে গাড়ি নিয়ে দূর-দূরান্ত থেকে আসতে থাকেন ভক্ত ও আশেকানরা। তারা গাড়ি নিয়ে মাইক বাজিয়ে নগরীতে প্রবেশ করেন। এসব যানবাহন বিভিন্ন স্থানের পার্কিংয়ে আটকে দেয়। এ কারণে বৃষ্টি মাথায় নিয়ে ভক্ত ও আশেকানরা ভিজে মাজার এলাকায় এসে প্রবেশ করেন। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে- এবার উরসের আগে থেকেই সিলেটে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে এবার মাজারে ভক্তদের আনাগোনা কম। এরপরও আগত ভক্তরা যাতে কোনো দুর্ভোগে না পড়েন সে কারণে তারা মাজার এলাকায় ছামিয়ানা টাঙিয়েছেন। মহিলাদের জন্য ইবাদতের আলাদা ব্যবস্থা রয়েছে। উরসে আসা ভক্তরা অবস্থান নিয়েছেন দরগাহ এলাকার বিভিন্ন হোটেল-মোটেলে। সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মাজারে গিলাফ চড়াতে আসছেন। উরসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাজারে গিলাফ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এদিকে উরস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ পুরো মাজার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তার স্বার্থে মাজারের ভেতরে ও বাইরে প্রায় অর্ধশতাধিক নতুন করে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সাংবাদিকদের জানিয়েছেন- মাঠ পর্যায়ের পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তৎপর থাকছেন। এমনকি মাজারকেন্দ্রিক পুলিশি তৎপরতা নজরদারি করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। উরসে আগতদের নিরাপত্তার জন্য ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া পবিত্র উরস চলাকালীন সময়ে আম্বরখানা থেকে চৌহাট্টা, দর্শন দেউরী হতে ঝর্ণারপাড়, রাজার গলি হতে মাজারের প্রধান গেইট, মিরের ময়দানস্থ হোটেল হেরিটেজ হতে ঝর্ণারপাড় রাস্তা এবং মাদরাসা সড়কস্থ পূবালী ব্যাংক গেইট হতে মিনার গেইট পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাজার ও তার আশপাশ এলাকায় কোনো যানবাহন পার্কিং না করার জন্য এসএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উরস উপলক্ষে মাজারের ঝর্ণারপাড় এলাকায় বসানো হয়েছে ভক্তিমূলক গানের আসর। এসব আসরে বাউল, মুর্শিদী গান পরিবেশন করছেন ভক্তরা। তারা গানে গানে উরস পালন করছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn