হাওর এলাকায় ইজারাদারদের বে-আইনী টোল আদায় শামীমা’র ক্ষোভ
কৃষকলীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেছেন,‘হাওর এলাকার সবগুলো বাজারে বিভিন্ন পণ্যের ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট থেকে টোল আদায় করা হচ্ছে বলে শুনা যাচ্ছে। যা অন্যায় ও বেআইনী। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাওরের সাধারণ জনগণ।’ বিভিন্ন পণ্যের হয় ক্রেতা নয় বিক্রেতা যে কোন একপক্ষের কাছ থেকে টোল আদায়ের জন্য ইজাদারদের অনুরোধ জানান তিনি। এ ব্যাপারে প্রশাসনের বিশেষ তদারকিরও অনুরোধ জানান। এছাড়া সকলপ্রকার সরকারি-বেসরকারি ও এনজিও ঋণের সুদ বা কিস্তি আদায়ের তাগিদ বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান তিনি। রোববার দুপুরে জামালগঞ্জের ভীমখালি বাজার, নোয়াগাঁও বাজারে গণসংযোগ শেষ করে চানবাড়ি বাহাদুরপুর গ্রামের খেলার মাঠে এক জনসভায় একথা বলেন তিনি। ভীমখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আখতারুজ্জামানের সভাপতিত্ব ও জেলা কৃষকলীগের সদস্য নিজাম নূরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজদ, শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের, কৃষকলীগ নেতা আলমগীর কবির, সোহেল মিয়া, আকবর আলী, পারভেজ আহমদ, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান তারেক, রবিন, সায়েক রাজা, জাকেরীন প্রমুখ। পরে বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করেন অ্যাড. শামীমা শাহরিয়ার।