হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন
সুনামগঞ্জে বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি ত্রাণ (ভিজিএফের চাল ও নগদ টাকা) বিতরণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,‘জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ৪ লাখ কিন্তু ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে, মাত্র দেড় লাখ পরিবারকে। ত্রাণ বিতরণে জেলাজুড়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেছে। ক্ষতিগ্রস্তদের ভিজিএফের চাল ওজনে কম দেয়া হচ্ছে। ভিজিএফের কার্ড প্রদানে অর্থ আদায়, স্বজনপ্রীতি ও দলীয়করণ করা হচ্ছে। কোথাও কোথাও একই পরিবারে একাধিক ভিজিএফ কার্ড দেয়া হয়েছে। অনেক কৃষক পরিবার এলাকা ছেড়ে রাজধানীসহ বিভিন্ন শহরে চলে যাচ্ছে। হাওরাঞ্চলে নিরব দুর্ভিক্ষ চলছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। যারা ত্রাণ পাওয়ার যোগ্য নয়, তাদেরকে ত্রাণ দেয়া হচ্ছে। ইতোমধ্যে খাদ্যবান্ধব কর্মসূচি বন্ধ হয়ে গেছে।’ ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি রুখতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর মনিটরিং এর দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহবায়ক বিজন সেন রায়, সদস্য অ্যাড. এনাম আহমদ ও দেওয়ান গিয়াস চৌধুরী। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. জহুর আলী, অ্যাড. রোকেস লেইস, অ্যাড. নুরুল ইসলাম, অ্যাড. আবুল আশরাফ, অ্যাড. আনিসুজ্জামান শামীম, অ্যাড. নেছার আলম, অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য ডা. মোরশেদ আলম, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, অ্যাড. কামাল হোসেন, মাসুম হেলাল, শামস শামীম, একে কুদরত পাশা, এ আর জুয়েল, রাজু আহমদ, প্রদীপ পাল, শহীদ নুর আহমদ প্রমুখ।