হাওরাঞ্চলে বাঁধ দুর্নীতির সঙ্গে যুক্ত ৬১ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা দুদকের মামলায় পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন জামিনে মুক্ত হয়েছেন।   বুধবার বিকাল ৫ টায় সুনামগঞ্জ কারাগার থেকে মুক্তি পান এই বরখাস্তকৃত কর্মকর্তা।সুনামগঞ্জের জেল সুপার আবুল কালাম আজাদ জানান, গত ২৩ অক্টোবর হাইকোর্টের কৃষ্ণ দেব নাথ ও ওবায়দুল হক’এর বেঞ্চ থেকে জামিন লাভ করেন এই কর্মকর্তা। আজ বুধবার সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল আদালত হয়ে এই আদেশ কারাগারে পৌঁছালে বিকাল ৫ টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। গত ২ জুলাই দুদকের সহকারী পরিচালক ফারুক আহমদ বাদী হয়ে সিলেটের প্রত্যাহারকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) মো. আব্দুল হাই, প্রত্যাহারকৃত তখনকার সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী  মো. নুরুল ইসলাম সরকার এবং বরখাস্তকৃত সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দীনসহ ১৫ জন সরকারি কর্মকর্তা এবং ঠিকাদারসহ ৬১ জনকে আসামী করে দায়ের করা মামলায় ঐ দিনই আফছর উদ্দিন এবং বাচ্চু মিয়া নামের একজন ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn