১১ দেশের শরণার্থীর ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
গত বছরের অক্টোবরে উত্তর কোরিয়াসহ মুসলিম প্রধান ১১ দেশের শরণার্থীদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিশ্চেন নেলসন সোমবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান। ক্রিশ্চেন নেলসন বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য শরণার্থীদের বাড়তি যাচাই-বাছা্ইয়ের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, কোন সন্ত্রাসী কিংবা জঙ্গি যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে এজন্য তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। বিবিসি জানিয়েছে, গত তিন বছর যুক্তরাষ্ট্রে আসা শরণার্থীর ৪০ শতাংশেরও বেশি এ দেশগুলো থেকে এসেছে। বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত বছর ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে দেশটিতে শরণার্থী প্রবেশের হার কমেছে। এ সময়ের মধ্যে মাত্র ২৩ জন মানুষ দেশটিতে প্রবেশের সুযোগ পায়। সিয়াটলের একটি বিচারক ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আংশিক স্থগিতাদেশ দেওয়ায় সেই ২৩ জন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পান।