৪২ দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
টানা ৪২ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষাসহ সব ধরণের প্রশাসনিক কার্যক্রম। রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে। গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে পুরো ক্যাম্পাসে। শিক্ষার্থীদের একাংশ নেমে আসে আন্দোলনে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা হয় একটি মামলা। পরিস্থিতি শান্ত করতে ২৮ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস, পরীক্ষাসহ সব ধরণের প্রশাসনিক কার্যক্রম স্থগিত করে হল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে সিন্ডিকেটের বৈঠকে ৮ জুন থেকে হল এবং ৯ জুলাই থেকে ক্লাস, পরীক্ষাসহ সব ধরণের প্রশাসনিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়েরকৃত মামলাটি এখন রাষ্ট্র বাদী মামলা হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা প্রত্যাহার করার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে যে সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা রয়েছে তারাও ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে।