৭২ এর সংবিধান ভাল ছিল: মওদুদ
বিএনপির প্রতিষ্ঠানা জিয়াউর রহমানের প্রশংসা করে বিএনপি নেতা বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বিচারপতিদের স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করেন। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আবারও সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিলের গুরুত্ব প্রতিষ্ঠিত হলো। বর্তমান সরকার অত্যন্ত সুকৌশলে বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি নস্যাৎ করার পায়তারা করে ব্যর্থ হয়ে হয়েছে। ষোড়শ সংশোধনী বাতিলের এই রায় একটি ঐতিহাসিক রায়। এই রায় জনগণের পক্ষে গেছে।
ক্ষমতায় গেলে আইন করে অথবা সংবিধান সংশোধন করে বিএনপি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করবে বলেও জানান মওদুদ। বলেন, ‘এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত হবে।’ ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ আয়োজিত আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দীন খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।