হোয়াইট হাউজে কর্মরতরা কে কত বেতন পান তা জানার আগ্রহ অনেকের। সেই আগ্রহ থেকেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অফিসের প্রায় ৪০০ কর্মকর্তা, কর্মচারীরর বেতনের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউজ। ১৬ পৃষ্ঠার ওই তালিকায় প্রেসিডেন্টের শীর্ষ কর্মকর্তা ও উপদেষ্টাদের বার্ষিক বেতনের পরিমাণও তুলে ধরা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্টাফরা যে পরিমাণ বেতন পেতেন তার চেয়ে তারা সামান্য বেশি পাচ্ছেন। এক্ষেত্রে ট্রাম্পের হোয়াইট হাউজে ঘনিষ্ঠরা সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন। হোয়াইট হাউজে সবচেয়ে বেশি বেতন পান মাত্র একজন। তিনি বলেন, মার্ক এস হাউজ। তিনি পান এক লাখ ৮৭ হাজার ডলার। এ ছাড়া বাকি শীর্ষ পদের কর্মকর্তারা বেতন পান এক লাখ ৭৯ হাজার ৭০০ ডলার। এমন বেতন পান এরকম কর্মকর্তাদের কয়েকজন হলেনÑ প্রধান কৌশলী ও সিনিয়র কাউন্সেলর স্টিফেন ব্যানন,  হোমল্যান্ড সিকিউরিটি ও কাউন্টার টেরোরিজমে প্রেসিডেন্টের সহকারী থমাস বোসার্ট। আভ্যন্তরীন নীতি বিষয়ক পরিষদের পরিচালক অ্যানড্রু ব্রেমবার্গ, সিনিয়র কাউন্সেলর কেলিয়ানি কনওয়ে, হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার প্রমুখ। উল্লেখ করার মতো আরো যারা বেতন পান তার মধ্যে রয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টেফানি গ্রিশাম। তিনি বছরে বেতন পান এক লাখ ১৫ হাজার ডলার। জাতিয় নিরাপত্তা বিষয়ক সহযোগী সেবাস্তিয়ান গোরকা পান এক লাখ ৫৫ হাজার ডলার। ট্রাম্পের দীর্ঘদিনের দেহরক্ষী কিথ শিলার। তিনি হোয়াইট হাউজে বেতন পান এক লাখ ৬৫ হাজার ডলার। বর্তমানে তিনি ওভাল অফিস অপারেশন্স-এর পরিচালক হিসেবে কাজ করছেন। তার কাজ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত শিডিউল ঠিকঠাক করা ও তা তার কাছে উপস্থাপন করা। তবে প্রেসিডেন্টকে পরামর্শ দেয়ার জন্য মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাই জারেড কুশনার কোনো বেতন নেন না। এর আগে ২০১৬ সালে হোয়াইট হাউজের স্টাফদের সর্বোচ্চ বেতন ছিল এক লাখ ৭৬ হাজার ৪শ ৬১ ডলার। বারাক ওবামার অধীনে হোয়াইট হাউজের ১৬ জন কর্মকর্তা এ বেতন পেতেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn