ত্রাণ বিতরণে অনিয়ম বরদাস্ত করা হবে না : নাহিদ
এদিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের নয়াই দক্ষিণবাগ, কমলগঞ্জ, চক দৌলতপুর, পূর্ব ফুলসাইন্দ, দামড়ি হাওর, ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষের খোজ খবর নেন। এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুস সালিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান প্রমুখ।
ইতোমধ্যে সিলেটের গোলাপগঞ্জে আগে সাড়ে ১৮ মেট্রিকটন চাল ও ২২ হাজার টাকা বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। একইভাবে বিয়ানীবাজার উপজেলায় ইতোপূর্বে ১৭ টন চাল ও ৩২ হাজার টাকা বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। নতুন করে এ দুই উপজেলায় আরো ৩০ টন চাল করে ও ৭২ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়েছে উপজেলা প্রশাসন।