চান মিয়া-

ছাতকে এক ভূমিহীন পরিবারের ভিটেবাড়ি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে এক প্রভাবশালী। ফলে পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। জানা যায়, ছাতক পৌরসভার কুমনা (ভাজনামহল) গ্রামের বাসিন্দা মৃত মছলন্দর আলীর পুত্র ভূমিহীন গোলাম কুদ্দুছের স্ত্রী মৃত সমিনারা বেগম স্থানীয় শ্যামপাড়া গ্রামের গোপেন্দ্র শ্যামের পুত্র গঙ্গেশ শ্যাম, গনেশ রঞ্জন শ্যাম ও নিখিল রঞ্জন শ্যামের কাছ থেকে ১৯৯৯ সালে ২১৫জেএলস্থিত কুমনা মৌজার (এসএ) ৭৪৭ দাগের ৬শতক ভূমি ক্রয় করেন। ক্রয়ের পর সমিনারা বেগম ২০০৭সালে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে খাজনা পরিশোধের আবেদন করলে ২০০৮সালে সরকারি অনুমতি সাপেক্ষে ১৪১৪বাংলা পর্যন্ত ১১বছরের ১৩শ’ ৬১টাকা খাজনা পরিশোধ করেন। এখনো তার পরিবারের লোকজন উক্ত ভূমির উপর বসবাস করছেন। সুমিনারার মৃত্যুর পর স্থানীয় বাশখালা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র সাবেক মেম্বার আব্দুস ছাত্তার পার্শ্ববর্তী ৭৫২দাগে সাড়ে ৭শতক ভূমি ক্রয় করেন। এরই সুবাদে ভূমিহীন গোলাম কুদ্দুছের বসতভিটে এনিমির ৬শতক ভূমি জবর-দখলের জন্যে পেশী শক্তির ব্যবহারসহ তাদেরকে উচ্ছেদের লক্ষ্যে অপতৎপরতা শুরু করেন। এনিয়ে কয়েক দফা সালিসে গোলাম কুদ্দুছ উক্ত ভূমির প্রকৃত মালিক বলে প্রমানিত হয়। কিন্তু প্রতিপক্ষ ছাত্তার কৌশলে সালিসের রায় এড়িয়ে গিয়ে তাদের বাড়ির পানির পথ বন্ধসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে যাচ্ছেন। সালিসে উপস্থিত ছিলেন, আজিজুর রহমান, জহুর আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ও জুবেদ আলী, মুক্তার আলী, সাবেক পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, সমছু মিয়া ও ফারুক মিয়া, সামছ উদ্দিন মিয়া, মকবুল আলী বার্নার, সাবেক মেম্বার আলকাছ আলীও তফজ্জুল আলীসহ গন্যমান্য লোকজন। এছাড়া ছাতক ভূমি অফিসের সার্ভেয়ার অজয় কুমার দাস সরেজমিনে গিয়ে উক্ত ভূমির উপর গোলাম কুদ্দুছ দীর্ঘদিনের বসবাসের সত্যতার উপর উর্ধতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন পেশ করেন। যার ডকেট নং ২৪২৯, তাং ২৩.১১.২০১৬ইং।  এছাড়া জবর-দখলদার আব্দুস ছাত্তারও সহোদর আব্দুর রশিদ ব্রাক্ষণগাঁও গ্রামের আলমাছ আলী, সুরুজ ও আলাল, শ্যামপাড়ার বিশু মেস্তরী ও বাগবাড়ি গ্রামের ফজলু মিয়া চৌধুরী, পেপারমিলের সিবিএ নেতা আনোয়ার হোসেনের ভূমি জবর-দখল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে আব্দুস ছাত্তার অভিযোগ অস্বীকার করে জবর-দখলের সাথে তিনি জড়িত নয় বলে জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn