সোশ্যাল মিডিয়া তরুণদের হতাশ আর উদ্বিগ্ন করে তুলছে
সাইবার হয়রানিবিরোধী দাতব্য প্রতিষ্ঠান ডিচ দ্য লেবেলের এক জরিপে দেখা গেছে, সোশ্যাল মিডিয়া নানাভাবে তরুণদের হতাশ আর উদ্বিগ্ন করে তুলছে। আর জরিপে দেখা গেছে, ফেসবুক মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি খারাপ মন্তব্য পাওয়া যায়। জরিপের ৭ শতাংশ তরুণ জানিয়েছে, তারা সবচেয়ে বেশি সাইবার হয়রানির শিকার হয় ইন্সটাগ্রামে। আর ফেসবুকে ৬ শতাংশ, ৫ শতাংশ স্ন্যাপচ্যাটে এবং ইউটিউব ও টুইটারে ২ শতাংশ তাদের হয়রানির কথা জানিয়েছে। গবেষণায় অংশ নেওয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রায় ৪০ শতাংশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তাদের কোনো ছবি বা ঘটনায় কম ‘লাইক’ পেলে তাদের খুবই খারাপ লাগে। প্রায় ৩৫ শতাংশ বলছে, সোশ্যাল মিডিয়ায় তাদের অনুসরণকারী কিংবা বন্ধুর সংখ্যার সঙ্গে তাদের আত্মবিশ্বাস সরাসরি সম্পর্কিত।
৪৭ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছে, তারা তাদের জীবনের খারাপ দিকগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করে না। তারা তাদের জীবনধারার সাজানো-গোছানো দিকটাই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে। তবে জরিপে অংশ নেওয়া প্রতি তিনজনের একজন জানায়, তারা সবসময় সাইবার হয়রানির ভয়ে থাকে। আর শেয়ার করা ছবি হাতিয়ে নিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে ফেলার ভয়টাই সবচেয়ে বেশি বলেও জানিয়েছে তারা। একজন বিশেষজ্ঞ বলেছেন, বর্তমানে শিশুরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সংস্কৃতিতে বেড়ে উঠছে।
ডিচ দ্য লেবেলের জরিপে ১২ থেকে ২০ বছর বয়সী ১০ হাজার তরুণ অংশ নেয়। সাইবার হয়রানি অনেক বেশি ছড়িয়ে গেছে বলে গবেষণা প্রতিবেদনটিতে জানানো হয়েছে। এতে বলা হয়, প্রায় ৭০ শতাংশ অংশগ্রহণকারী স্বীকার করেছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য আরেকজনের প্রতি হয়রানিমূলক আচরণ করে। ডিচ দ্য লেবেলের প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াম হ্যাকেট বলেন, সাইবার হয়রানি কমাতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মন্তব্যগুলোর প্রতি আরও বেশি নজরদারি করা উচিত। সোশ্যাল মিডিয়াগুলোর কর্তৃপক্ষকে অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।