সময় ঘনিয়ে এসেছে-মৌসুমী পাখিরা আসবে: আমু
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে অনেক মৌসুমী পাখির আসবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। শুক্রবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে-এখন মৌসুমী পাখিরা আসবে। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তখন কোনও উন্নয়ন হয়নি বরং তাদের নামের প্রতিষ্ঠানগুলোরও আমি উন্নয়ন করেছি। তাই আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে নৌকার পক্ষে কাজ শুরু করুন।
তিনি বলেন, পাট, চা, চামড়া ও মৎস্য রপ্তানি করে সমৃদ্ধি অর্জন করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। কিন্তু আজ মাছে-ভাতে বাঙালির দেশে মৎস্য সপ্তাহ পালন লজ্জাজনক। এক সময় দেশি শিং-মাগুর আমাদের রুগীর পথ্য ছিল আর আজ চাষের শিং-মাগুরে দেশ ছেয়ে গেছে। এর হাত থেকে পরিত্রাণ পেতে অসময়ে মৎস্য নিধন রোধ করে আবার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠান শুরুর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এবং বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এর আগে শিল্পমন্ত্রী সড়ক ও সেতু অধিদপ্তরের অধীনে পৌরসভার খাজুরিয়া এলাকার তালতলা রাস্তার মোড় থেকে ফুলতলা পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেন।