ব্যারিষ্টার ইমনের সাথে এসিড সন্ত্রাস নিয়ে বৃটিশ এমপি স্টিফেন টিমের আলোচনা
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন শনিবার বৃটিশ পার্লামেন্টের লেবার দলীয় সাংসদ স্টীফেন টীম এর সাথে পূর্ব লন্ডনের তার নিউহামস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৃটেনে ইদানিং কালে সংগঠিত হেইট ক্রাইম বিষয় নিয়ে ব্যারিষ্টার ইমন বাঙ্গালী কমিউনিটির আতঙ্ক ও উদ্বিগ্নের কথা বৃটিশ এমপির কাছে তুলে ধরেন। ঘটে যাওয়া ‘লন্ডন ব্রিজ নাইফ অ্যাটাক’ ও মানচেষ্টারে সংগঠিত আত্মঘাতী হামলার কথা ব্যাখ্যা করে ব্যারিষ্টার ইমন বলেন, যারা ইসলামের নামে জঙ্গি তৎপরতা চালায় এরা ইসলামের নাম ব্যবহার করে সম্পূর্ণ ভাবে ইসলাম বিরোধী কাজে করছে। ব্যারিষ্টার ইমন বৃটিশ এমপির কাছে বাংলাদেশে জঙ্গি তৎপরতার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশকে অকার্যকর ও জঙ্গিরাষ্ট্র প্রমাণ করতে একটা গোষ্টি এ তৎপরা চালাচ্ছে। বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গি ইস্যুতে জিরো টলারেন্স ও জঙ্গি দমনে সক্ষমতার কথা উল্লেখ করে ইমন বলেন, বাংলাদেশে জঙ্গিদের নেটওয়ার্ক সরকার ভঙ্গে দিয়েছে।
উল্লেখ্যযে,বৃটেনের বাঙ্গালী মুসলমান অধ্যুষিত এলাকার একটি হচ্ছে ইষ্ট লন্ডনের নিউহাম । জঙ্গি হামলার পাল্টা অ্যাটাক হিসাবে গত কিছুদিনে এ এলাকায় বেশ কয়টি এসিড অ্যাটাকের ঘটনা ঘটেছে। লন্ডনের মাঝে নিউহাম এলাকায় সবচেয়ে বেশী এসিড অ্যাটাকের ঘটনা ঘটছে। ব্যরিষ্ট্যার ইমন এসিড অ্যাটাকের এসব ঘটনাকে দুঃক্ষজনক উল্লেখ করে বলেন, বাঙালী প্রবাসীরা আজ আতঙ্কে, উৎকণ্ঠা ও উদ্বিগ্নে দিন কাটাচ্ছেন। হেইট ক্রাইমের প্রধান শিকার হচ্ছেন সাধারন নিরীহ বাঙ্গালী ও মুসলমানরা।
ব্যারিষ্টার ইমন বাংলাদেশে এসিড নিক্ষেপ সমস্যা একসময় প্রকট আকার নিয়েছিল উল্লেখ করে বলেন, বর্তমান শেখ হাসিনার সরকারের কঠোর নীতির ফলে আজ আমরা এ সমস্যা থেকে অনেকটা মুক্ত।
ব্যারিষ্টার ইমনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউহামের বর্তমান এমপি ষ্টিফেন টীম বলেন, তার সরকার এসব ঘটনায় উদ্বিগ্ন। ইতিমধ্যে ক্রাইম বন্ধে নানা প্রদক্ষেপ নেয়া হয়েছে। এসিড অ্যাটাকের ব্যাপারে কঠোর আইন প্রণয়নের কথা তার সরকার ভাবছে। এসিড বিক্রি ও ক্রয়ের ব্যাপারে কঠোরতা আরোপ করা হয়েছে। নিউহাম এলাকা থেকে হেইট ক্রাইম নির্মূলের ব্যাপারে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঙ্গালী প্রবাসীরা যাতে নির্বিঘ্নে ও উৎকন্ঠাবিহীন চলা ফেরা করতে পারেন সে বিষয় নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে ব্যারিষ্টার ইমনকে জানান।