১৮ বছর বয়সী ফুটবলার, দাম ১ হাজার ৭০০ কোটি টাকা!
এম-বাপ রে! যে কাণ্ডটা ঘটিয়ে ফেলতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে, তাতে চোখ কপালে তোলা ছাড়া গতি নেই। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। স্প্যানিশ ও ফরাসি সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপিও লিখে দিচ্ছে, ১৮০ মিলিয়ন ইউরোতে ১৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে মোনাকো থেকে কিনছে রিয়াল মাদ্রিদ। দলবদলের বাজারে এ এক অবিশ্বাস্য অঙ্ক। ২০১৬ সালে পল পগবাকে কিনতে ১০৫ মিলিয়ন ইউরো গুনতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেই অঙ্কের চেয়েও ৭৫ মিলিয়ন ইউরো বেশি দেবে রিয়াল। জিনেদিন জিদানের মনে পড়ে যাওয়ার কথা, নিকট অতীতে দলবদলের সাড়া জাগানো ট্রান্সফারগুলোর একটি তাঁকে ঘিরেই হয়েছিল। ২০০১ সালে জুভেন্টাস থেকে রিয়ালে তিনি এসেছিলেন এই ৭৫ মিলিয়ন ইউরোতে। এই কয়েক বছরে কোথা থেকে কোথায় চলে গেল দলবদলের অঙ্কটা! ১৮০ মিলিয়ন ইউরো অঙ্কটা সত্যি হলে বাংলাদেশি মুদ্রায় যেটি হবে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা! ১৮ বছর বয়সী এক ফুটবলারের দাম তাঁর প্রতিবছর অনুযায়ী প্রায় ১০০ কোটি টাকা করে! ভাবুন ব্যাপারটা!