সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভান ফায়ার সার্ভিস। গ্যাসের লাইন ফেটে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন তারা। জানা যায়, বেলা একটার দিকে কদমতলীস্থ তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় গ্যাস লাইন লিকেজ হয়ে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এসময় মাইক্রোবাসে থাকা চালক হাসানের (৩০) গায়ে আগুন ধরে যায়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান স্থানীয় পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। ঘটনাস্থলে থাকা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক কামাল জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সিলেট জালালাবাদ গ্যাস অফিসের কাউকে পাওয়া যাচ্ছিলনা। দুপুর ২টার দিকে সংশ্লিষ্টরা গ্যাসের লাইন বন্ধ করলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে আগুন লাগার পর থেকে কদমতলী বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn