অভিনেত্রী হওয়ার আগেই হয়েছেন তারা বউ!
অভিনয়ের নেশা দিয়েই শুরু হয়ছিল তাদের মিডিয়ার জীবন। অভিনয়ে উঠতি বয়স পার করছেন তারা। বর্তমান সময়ের উঠতি তরুণদের মধ্যে অল্পতেই তারকা খ্যাতি পেয়েছেন ঈশিকা খান, তাসনোভা এলভিন ও নাফিসা কামাল ঝুমুর। অভিনয় ও মডেলিং নিয়েই ছিল তাদের ব্যস্ততা। কিন্তু হুট করেই তারা বিয়ে করে বউ হয়ে যান অন্যের। বিয়ে করেও এখনও অভিনয়ে নিয়মিত আছেন তারা। কিন্তু তা খুবই সীমিত। খুব বেশি যে কাজ করছেন তারা, এমনটা চোখে পড়ছে না। তারকাখ্যাতির পাশাপাশি রয়েছে তাদের পরিচিত রয়েছে ফেসবুক সেলিব্রেটি হিসেবেও।
বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে যেখানে এখনও অনেক বড় বড় অভিনেত্রী বিয়ে করেননি। সেই জায়গা থেকে তাদের এই অল্পতেই বিয়ে করে যাওয়ার ফলে তাদের ভক্তরা বলছেন আরেকটু সময় নিয়ে বিয়ে করার প্রয়োজন ছিল। বিয়ে করে ফেললেও এখনও এই তিন তারকার চোখে রয়েছে অভিনয়ের নেশা। সংসার করে সেই নেশা কতটুকু মেটাতে পারছেন তারা? বা তারা কত দিন নিয়মিত থাকতে পারবেন অভিনয়ে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের ভক্তদের মনে। প্রশ্নগুলো প্রশ্নই থাক। হয়তো উত্তর সময় হলেওই জানতে পারবে সবাই।
ঈশিকা খান: গেল বছরের ২৮ মার্চ কায়সারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন ঈশিকা। এরপর পরই গত বছরের ডিসেম্বর মাসের ১৯ তারিখ লন্ডনে ঈশিকার প্রথম সন্তান পৃথিবীর আলোর মুখ দেখে। আর দেখতে দেখতেই ছয় মাসের বেশি বয়স হয়ে গিয়েছে তার পুত্রের। মা-ছেলের ভালোবাসায় এখন ভরে যায় ঈশিকার সারা ঘর। তার স্বামী লন্ডন প্রবাসী হওয়ায় কিছুদিন আগে ঈশিকা সন্তানসহ লন্ডন থেকে ঘুরে এসেছেন। অভিনয়ও করছেন ঈদের বেশ কিছু নাটকে। তবে তা খুবই সীমিত।
তাসনোভা এলভিন: এ বছরের ২৬ মার্চ হুট করেই বিয়ে করেন মডেল ও অভিনেত্রী তাসনোভা এলভিন। পাত্র ফাহাদ রিয়াজী, পেশায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র মার্চেন্টাইজার। চাকরির সুবাদে ফাহাদ ঢাকায় বসবাস করলেও বাড়ি পাবনার ঈশ্বরদীতে। বিয়ে বিষয়ে এলভিন বলেছিলেন,‘বিয়ে সম্পন্ন হয় আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে আমাদের দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।’
বিয়ের পর অনেকেই মিডিয়াতে অনিয়মিত হয় কিংবা দূরে সরে যায়, আপনার ইচ্ছে আছে? এমন প্রশ্নের উত্তরে এলভিন বলেছিলেন, ‘না না। আমি নিয়মিত কাজ করবো। ফাহাদের সঙ্গে আমার প্রায় চার বছর ধরে পরিচয়। সে আমাকে সবসময় ভালো কাজ করতে প্রেরণা দিয়েছে। আমাকে সবসময় পূর্ণ সাপোর্ট দেয়, আগামীতেও দেবে।
সবার কাছে দোয়া চেয়ে এলভিন বলেছিলেন, ‘জীবনসঙ্গী হিসেবে ফাহাদকে পেয়ে আমি অনেক খুশি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সারাজীবন যেন সুখে-দুঃখে আমরা পাশাপাশি থাকতে পারি।’ এখন তাকেও অভিনয়ে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। মাঝে সাঝে নাটকে কিংবা বিজ্ঞাপনে দেখতে পাওয়া যায়।
নাফিসা কামাল ঝুমুর: গেল বছরের ২৯ জুলাই পারিবারিক ভাবে বাগদান সারেন উপস্থাপিকা ও অভিনেত্রী নাফিসা কামাল ঝুমুর। র্দীঘদিন চুটিয়ে প্রেম শেষে অবশেষে সৈদয় আসিফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই ভিট তারকা। বিয়ের আগের জীবন ও এখনকার জীবনের মধ্যে পার্থক্য কেমন জানতে চাইলে হেসে ঝুমুর বলেছিলেন, ‘নতুন জীবনের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আগে আমার জীবনে যা ছিল তার সবকিছুই এখন ডবল হয়ে গিয়েছে। আগে আমার বাবা-মা একজনই ছিলেন। এখন তারা দুইজন হয়ে গিয়েছে।’
আরও বলেছিলেন ‘আগের মতোই নাকি মডেলিং, উপস্থাপন ও অভিনয়ের কাজে নিয়মিত থাকবেন তিনি। কিন্তু তাকেও এখন উপস্থাপনা ও অভিনয়ে খুব বেশি কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে না।’ পরিশেষে বলা যায়। বিয়ে জীবনের একটি বন্ধন। এ বন্ধনে খুব তাড়াতাড়িই নিজেদের জড়িয়ে ফেলেছেন তারা। আর এমনটাই বলছেন তাদের ভক্তরা। যারা তাদের অভিনয়ে নিয়মিত চান। সংসার ও নিজেদের পারিবারিক ব্যস্ততা কাটিয়ে উঠে তারা কি আবারও অভিনয়ে নিয়মিত হতে পারবেন? ভক্তের এমন প্রশ্ন থেকেই গেল।