মুশতাক-জিয়া-এরশাদের ক্ষমতা ছিল অবৈধ: শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন। এর আগে ২০০৯-২০১৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত চ্যান্সেলর স্বর্ণপদক রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ১৭ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক ও ১৬ জনের হাতে আর্থিক সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায়। এছাড়া পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ন কবির ও রেজওয়ানা ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি-পরিচালকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।